×

প্রেগন্যান্ট উরফি জাভেদ! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নেটিজেনদের অশ্লীল কটাক্ষের শিকার অভিনেত্রী

উর্ফি জাভেদ (Uorfi Javed) সোশ্যাল মিডিয়ার এক পরিচিত ও জনপ্রিয় তারকা।

উর্ফি জাভেদ (Uorfi Javed) সোশ্যাল মিডিয়ার এক পরিচিত ও জনপ্রিয় তারকা। তিনি প্রথম দিকে শুধু অভিনয়কেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। তবে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে খুব একটা জনপ্রিয়তা লাভ করতে পারেননি। এরপরে ভারতবর্ষের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ‘ওটিটি ভার্সন’-এ প্রতিযোগী হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় খুব বেশিদিন টিকে থাকতে না পারলেও মূলত সেখান থেকেই বিভিন্ন কারণে তিনি খবরের শিরোনামে উঠে আসেন তথা জনপ্রিয়তা অর্জন করেছেন।

নিজের খোলামেলা পোশাক ও বিভিন্ন বোল্ড লুকের কারণে বারংবার উর্ফি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা বিভিন্ন ফটোশ্যুটের ছবি ও রিল ভিডিও অথবা পাপারাৎজিদের ক্যামেরায় বন্দী হওয়া মুহূর্তে উর্ফির পোশাক দেখে বেশিরভাগ সময়েই চোখ কপালে ওঠে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই তিনি হট পোশাকে বোল্ড লুকে ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন, আর সেইসব পোস্ট হামেশাই ভাইরাল‌ও হয়।

সাজ-পোশাকের কারণে উর্ফিকে বেশিরভাগ সময়েই সমালোচনা ও ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। নেগেটিভভাবেই যে তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছেন, এ কথা বলাই যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর বর্তমান ফলোয়ার্স সংখ্যা ৪ মিলিয়ন। ব্লেড, ফুল, ঘড়ি, গারবেজ ব্যাগ, ক্যানের ঢাকনা, রেড টেপ, ছোট পাথর, ক্যাসেটের ফিতা, কাঁচের টুকরো প্রভৃতি দিয়ে তিনি এর আগে পোশাক তৈরি করেছেন। এবারে তিনি সাদা অন্তর্বাসের ওপর সাদা পাইপ দিয়ে অদ্ভুত ডিজাইনের এক পোশাক পরে রিল ভিডিও পোস্ট করেছেন।

তবে এই ভিডিও দেখে নেটিজেনদের বেশিরভাগেরই মনে হয়েছে উর্ফি অন্তঃসত্ত্বা কি না! তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বহুজন বহু প্রশ্ন ও কটাক্ষমূলক মন্তব্য করেছেন। অন্য সময়ে নিন্দুকদের কথায় গুরুত্ব না দিলেও এবারে উর্ফি জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘পিরিয়ডসের প্রথম দিনেই ছবি শ্যুট করেছি। আর সেকারণেই আমাকে অন্তঃসত্ত্বার মতো দেখতে লাগছে।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘মেদহীন পেটের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এটা একেবারে ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়।’

Related Articles