×

প্রকাশ্যে স্বামী রাজ চক্রবর্তীকে চুমুতে ভরালেন শুভশ্রী, মুহূর্তে ভাইরাল ছবি

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী রাজের জন্মদিনের অনুষ্ঠানের কিছু ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্মদিন ছিল। এদিন ৪৮ বছর বয়সে পদার্পণ করেছেন তিনি। রাজ চক্রবর্তী জন্মদিন স্পেশাল করে তুলতে বিশেষ ভূমিকা পালন করলেন রাজপত্নী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। জন্মদিন সেলিব্রেশন এর কিছু ছবি শুভশ্রী গাঙ্গুলী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার রাতে ডাইন আউটে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। তাঁদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবও। সেখানেই কেক কেটে রাজের জন্মদিন পালন করা হয়।

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী রাজের জন্মদিনের অনুষ্ঠানের কিছু ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় রাজের জন্মদিনের পার্টিতে অভিনেত্রী স্পেশাল ড্রেস ছিল লাল রঙের একটি শর্ট ড্রেস এবং রাজের পরনে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট। রাজের সাথে সময় কাটানোর বেশ কয়েকটি ছবি অভিনেত্রী আপলোড করেছেন। তবে তার মধ্যে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে।

ভাইরাল হওয়া সেই ছবিটিতে রাজ ও শুভশ্রী কে গভীর ভাবে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ঠোঁটে ঠোঁট রেখে যেন একে অপরের মধ্যে ডুবে গিয়েছিলেন তাঁরা। বাকি ছবিগুলো যদিও খুব সাধারন ছিল। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে পোজ দিয়ে ছবি তুলেছিলেন। বিয়ের পর সাড়ে চার বছর কেটে গেলেও তাদের ভালোবাসা যে এখনো একটুও কমেনি সেই ছবিগুলি তারই প্রমাণ। শুভশ্রী ছবি গুলো আপলোড করে তার ক্যাপশন এ লিখেছেন ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ।’ শুভশ্রী আপলোড করা ছবিতে বহু সেলেব্রেটি কমেন্ট করে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কমেন্ট করে লেখেন, ‘পারফেক্ট।’ উষসী সেনগুপ্ত লিখেছেন, ‘গোলস।’ এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ভালোবাসা জানিয়েছেন রাজ-শুভশ্রীকে।

সোমবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকেই রাজের জন্মদিনের উদযাপন শুরু হয়ে যায়। সেদিন রাতে রাজ কেক কেটে তাঁর বিশেষ দিনটি শুরু করেন। সে সময় তাকে জড়িয়ে ধরে ছবি তোলে শুভশ্রী। তবে শুধু জড়িয়ে ধরা নয়, সেই সাথে রাজের গালে আলতো করে চুম্বন এঁকে দেয় রাজপত্নী। রাজের জন্মদিন উপলক্ষে শুভশ্রী অন্য আরেকটি পোস্ট করেন রাজের উদ্দেশ্যে লেখেন, ‘শুভ জন্মদিন রাজ, আমি জানি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমিই কারণ আমি তোমায় আমার জীবনে পেয়েছি। তোমার অনেক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য কামনা করি। তুমিই সেরা।’

সোশ্যাল মিডিয়ায় রাজ ও শুভশ্রীর এই মিষ্টি ছবিগুলো নেটিজেনরা অত্যন্ত আনন্দ পেয়েছেন। সামনেই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই ওয়েব সিরিজের নামের সাথে রাজ ও শুভশ্রীর চুম্বন দৃশ্যকে মিলিয়ে নিয়ে নেটিজেনরা ছবির কমেন্ট সেকশনে মশকরা করে লিখেছেন ‘ইন্দুবালা চুমুর হোটেল’। খুব শীঘ্রই দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় তৈরি নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেতে চলেছে।

Related Articles