বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’! অবশেষে মুখ খুললেন ‘খড়ি’ শোলাঙ্কি
স্টার জলসা (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchhora)।

স্টার জলসা (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchhora)। এই ধারাবাহিকে কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) ও গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)। একসময় স্টার জলসাকে টিআরপি তালিকাতে এগিয়ে নিয়ে যাচ্ছিল এই ধারাবাহিক। এমনকি পরপর ৩৪ সপ্তাহ টিআরপি তালিকার টপে থাকা সিরিয়াল ‘মিঠাই’ কেও পিছনে ফেলে দিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকটি। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিকটি কিছুটা খেই হারিয়েছে। একঘেয়েমি গল্পে নাজেহাল হয়ে উঠেছে দর্শক। যার কারণে এই ধারাবাহিকের টিআরপি এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
একসময় ঋদ্ধিমান ও খড়ির খুনসুটিতে মেতেছিল এই ধারাবাহিকটি। ঋদ্ধিমান ও খড়ির জন্য দর্শক সংখ্যা বাড়তে থাকে এই ধারাবাহিকের। এই ধারাবাহিকের টিআরপি তুলতে ঋদ্ধিও খড়ির সম্পর্কের রসায়নে জোর দেওয়া হয়। মাঝে টিআরপি লিস্টের প্রথম স্থান অধিকার করেছিল গাঁটছড়া। কিন্তু সম্প্রতি বের হওয়া টিআরপি তালিকায় দেখা যায় শেষের দিকে রয়েছে গাঁটছড়া ধারাবাহিকের নাম। এই অবস্থায় শোনা যাচ্ছে এবার নাকি বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকটি। সম্প্রতি এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে গল্পের নায়িকা শোলাঙ্কি রায়।
গাঁটছড়া ধারাবাহিকে স্লট চেঞ্জ করা হবে নাকি বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক তা নিয়ে টলি পাড়ায় এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, সন্ধ্যে সাতটার স্লটে যেখানে গাঁটছড়া ধারাবাহিক টেলিকাস্ট হতো সেই জায়গায় নাকি আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। এই খবর প্রকাশ আসতে ই বেজায় চিন্তিত ‘গাঁটছড়া’র অনুরাগীরা। জেনে নিন এই বিষয় নিয়ে কি বলছে গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়িকা।
গাঁটছড়া ধারাবাহিককে বন্ধ করে দেওয়া হবে কিনা তা নিয়ে কথা বলতে গিয়ে শোলাঙ্কি রায় বলেন, ধারাবাহিক বন্ধ করে দেওয়ার কোনো খবর নেই। সাধারণত কোনঝ ধারাবাহিক বন্ধ করার ডিসিশন নেওয়া হলে সবার আগে খবর পায় সেই ধারাবাহিককে কর্মরত কলাকুশলীরা। তাই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে এমন কোন খবর তাঁর কাছে পৌঁছয় নি। শোলাঙ্কি স্পষ্টভাবে জানিয়েছে এই মুহূর্তে ধারাবাহিক বন্ধ করা হচ্ছে না। টিআরপি কম থাকলে যেখানে একের পর একের ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে গাঁটছড়া ধারাবাহিক। যতদূর জানা যাচ্ছে আগামী এপ্রিল মাস পর্যন্ত চলবে এই ধারাবাহিকটি।