×

বন্ধ ঘরে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ অভিনেত্রী সন্দীপ্তার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সরু স্ট্রিপ ওয়ালা হালকা রঙের একটি টপস এবং কালো রঙের শর্ট স্কার্ট পরিহিত অবস্থায় কোনো এক ক্যাফেতে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচতে দেখা যায়।

সন্দীপ্তা সেন (Sandipta Sen) অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের দুর্গা (Durga) ধারাবাহিকের হাতের ধরেই অভিনয় জীবনের সফর শুরু করেন এবং এই ধারাবাহিকের হাত ধরেই তিনি বাংলা জুড়ে জনপ্রিয়তা পেয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছে যান। তিনি ২০০৯ ও ২০১০ সালে যথাক্রমে ‘টেলি সম্মান অ্যাওয়ার্ড’ (Tele Shamman Award) ও ‘টেলি অ্যাকাডেমী অ্যাওয়ার্ড’ পান। এছাড়াও, তিনি ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘টেলি অ্যাকাডেমী অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হন।

তিনি ২০০৮ সালে অভিনয়ের যে সফর শুরু করেছিলেন তা এখনও অব্যাহত। স্টার জলসার ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’, ‘ঠাকুমার ঝুলি’ ধারাবাহিকে, সান বাংলা (Sun Bangla) বাংলা চ্যানেলের ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে এবং জি বাংলা চ্যানেলের ‘মায়া ভুবন লকডাউন ডায়ারিজ’, ‘করুণাময়ী রানী রাসমণি-উত্তর পর্ব’ ও ‘মিঠাই’ ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন এই অভিনেত্রী।

কর্মজীবনে তিনি যেমন ব্যস্ত, তেমনই যুগের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডি রয়েছে এবং এই আইডিতে প্রায় ১.২ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। নিজের আইডি থেকে তিনি প্রায়শই ফটো ও ভিডিও আপলোড করতে থাকেন। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও পোস্ট হয়েছে ‘টলি প্ল্যানেট বাংলা’ (Tolly Planet Bangla)-এর ইনস্টাগ্রাম আইডি থেকে।

ভিডিওটিতে তাঁকে সরু স্ট্রিপ ওয়ালা হালকা রঙের একটি টপস এবং কালো রঙের শর্ট স্কার্ট পরিহিত অবস্থায় কোনো এক ক্যাফেতে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজছিল কণিকা কাপুরের (Kanika Kapoor) গাওয়া জনপ্রিয় গান ‘দেশি লুক’ (Desi Look)। খোলা চুল ফুরফুরে হাওয়ায় উড়িয়ে এই গানের তালে বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করে তাঁকে কোমর দোলাতে দেখা যায়। ভিডিওটি যে অনুরাগীদের পছন্দ হয়েছে, তা কমেন্ট বক্স দেখেই বোঝা যায়। বহু নেটিজেন আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্স।

Related Articles