×

মধ্যরাতে সাবিত্রীর বাড়ির বাথরুমে লুকিয়েছিলেন উত্তমকুমার, এতদিন পর ফাঁস মহানায়কের সিক্রেট

বাংলা সিনেমা কিংবদন্তি দুই শিল্পী হলেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) এবং সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।

বাংলা সিনেমা কিংবদন্তি দুই শিল্পী হলেন মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) এবং সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এই দুই তারকা এক সময় দর্শকদের বহু আইকনিক ছবি উপহার দিয়েছেন। তাদের করা কাজ বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। একদা নাকি সাবিত্রী চ্যাটার্জির বাথরুমে লুকিয়েছিলেন ‘মহানায়ক’। শুনতে কিছুটা অবাক লাগলেও একথা সত্যি। জি বাংলার রিয়্যালিটি শো ‘অপুর সংসার’-এর মঞ্চে এসে সাবিত্রী চ্যাটার্জি এমনটাই জানিয়েছিলেন। সাবিত্রী চ্যাটার্জির মুখে এমন কথা শুনে হতবাক ওই শোয়ের সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়।

বেশ কিছু বছর আগে জি বাংলা চ্যানেলে জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’ টেলিকাস্ট হতো। বিভিন্ন তারকারা এই শোতে এসে তাদের অভিনয় জীবনের অভিজ্ঞতা, তাঁদের জীবনের কথা বলতেন। ঠিক তেমনি একদিন সাবিত্রী চ্যাটার্জি উপস্থিত হয়েছিলেন এই শো এর মঞ্চে। সাবিত্রী চ্যাটার্জি একা নন, তাঁর সাথে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। মহানায়ক কেন সাবিত্রী চ্যাটার্জির বাড়ির বাথরুমে লুকিয়েছিলেন সেই গল্পই ওই মঞ্চে বলেন সাবিত্রী দেবী।

সাবিত্রী দেবী সেই গল্প বলতে গিয়ে বলেন, তাঁর বাবা অত্যন্ত কড়া স্বভাবের একজন মানুষ ছিলেন। অভিনয় করলেও প্রতিদিন রাত ১০ টার মধ্যে বাড়ি ফিরতেই হতো অভিনেত্রীকে। এমনটাই নির্দেশ ছিল অভিনেত্রীর বাবার। সবাই বাড়ি ফিরলে নিয়ম করে অভিনেত্রীর বাবা রোজ বাড়ির মেন দরজায় তালা লাগাতে। এই কথার মাঝে শাশ্বত সাবিতা চ্যাটার্জিকে জিজ্ঞেস করেন কেন উত্তম কুমার তাঁর বাড়ির বাথরুমে লুকিয়ে ছিলেন? এই প্রশ্নের উত্তরে সাবিত্রী চ্যাটার্জি যা বলেছেন তা শুনে হেসে লুটোপুটি সমগ্র দর্শকমহল।

মহানায়কের বাথরুমে লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করতে গিয়ে সাবিত্রী চ্যাটার্জী বলেন, ‘ওই যে উনি রাত ১০টার পর বাড়িতে এসেছিলেন। এরপর আর বেরোতে পারেননি। বাথরুমে ঢুকে বলছিলেন, সাবু আমি এখানে আছি। আসলে বাবাকে উনি খুব ভয় পেতেন’। অভিনেত্রী বাবাকে ভয় পেলেও তাউর বাড়ির অন্যান্য লোকের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মহানায়কের। সেজন্য তিনি প্রায়ই আড্ডা দিতে যেতেন সাবিত্রী চ্যাটার্জির বাড়িতে। সেদিনও আড্ডা দিতে গিয়েছিলেন মহানায়ক। সে সময় অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির বাবা তাঁর নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। তবে মা, দিদি, জামাইবাবু ছিলেন। হঠাৎই অভিনেত্রীর বাবার ঘুম ভেঙে গেলে মহানায়ক তাঁদের বাড়ির বাথরুমে চৌবাচ্চায় গিয়ে আশ্রয় নেয়।

প্রসঙ্গত, একসময় উত্তম কুমার ও সাবেত্রি চ্যাটার্জি প্রেম নিয়ে বহু গুঞ্জন শোনা গিয়েছিল। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখিও হয়। অভিনেতার বাড়িতে এই নিয়ে ঝামেলাও হয়েছিল। তবে অভিনেত্রীর বাড়িতে মহানায়কের অভাব যাতায়াত ছিল যার জন্য অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি। তবে মহানায়কে না পেয়ে অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি কখনোই আর বিয়ে করেননি।

Related Articles