×

‘আপনার এক রাতের রেট কত’? টলিউড ইন্ড্রাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। বরাবর সাহসী চরিত্রে অভিনয় করে তিনি বাংলার মানুষের মন জয় করেছেন। অভিনয় জীবনে নানান ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। অভিনেত্রী হিসেবে জীবনের চলার পথ মোটেও সুগম নয় তাঁর। সম্প্রতি হেনস্থার শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক বাঙালি ব্যবসায়ীর সাথে সময় কাটানোর কুপ্রস্তাব পান এই অভিনেত্রী। শুধু এটুকুই নয়, তার সাথে এই অভিনেত্রীর ‘রেট চার্ট’ জানতে চাওয়া হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মৃন্ময় নামক ওই ব্যক্তির অসৎ উদ্দেশ্যের কথা তুলে ধরেন রুপাঞ্জনা।

রুপানজনা বলেন তিনি একা নন, ইন্ডাস্ট্রির আরো বেশ কয়েকজনকে এরকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রি নিয়ে তীব্র ক্ষোভ জন্মেছে অভিনেত্রীর কন্ঠে। বেজায় চটে রয়েছেন রুপাঞ্জনা। এটা কোন চক্র কিনা? তা জানতে চেয়ে রুপাঞ্জনা মিত্র আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘এই প্রস্তাবটা পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালাল বৃতি যে কোন জায়গায় পৌঁছছে, তা ভাবা যায় না। আমি এর কড়া পদক্ষেপ নেব। আসলে এর পিছনে কোনও চক্র রয়েছে কি না সেটা জানা দরকার।’’

ঠিক কি প্রস্তাব দেওয়া হয়েছে রুপাঞ্জনাকে? তা জানতে চাওয়া হলে রুপাঞ্জনা মিত্র বলেন, মৃন্ময় নামের এক ব্যক্তি আমাকে কাজের অছিলায় মেসেজ পাঠান। কাজ সম্বন্ধে জানতে চাওয়া হলে ওই ব্যক্তি বলেন এক ব্যবসায়ীর সঙ্গে রূপাঞ্জাকে সময় কাটাতে হবে। এছাড়া এই কাজের জন্য কত পারিশ্রমিক নেবেন তিনি তাও জানতে চাওয়া হয় রূপাঞ্জনার কাছে। এই ঘটনায় চূড়ান্ত অসম্মানিত বোধ করেন অভিনেত্রী। এরপরেই তিনি কথোপকথনে স্ক্রিনশট তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।

অত্যন্ত সাহসী এবং স্পষ্টবাদী একজন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। নিজের মত প্রকাশ করতে কখনো পিছপা হননি তিনি। অনেক আগেই তিনি ইন্ডাস্ট্রির অন্দরে ‘সুগার ড্যাডি’-র কথা বলেছেন। রূপাঞ্জনা বলেন, ‘‘সব থেকে খারাপ লাগে এটা একটা প্রলোভনের ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। অল্প বয়সি ১৭-১৮ বছরের মেয়েরা আসছে কাজ করতে। তারা ফাঁদে পড়ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, এই জিনিস সব জায়গায় ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।’’

Related Articles