‘রাহুলের সঙ্গে বিয়ের কোনো প্ল্যান নেই’, প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী রুকমা রায়
রুকমা রায় (Rooqma Ray) বাংলা বিনোদন জগতের এক সুপরিচিত অভিনেত্রী।

রুকমা রায় (Rooqma Ray) বাংলা বিনোদন জগতের এক সুপরিচিত অভিনেত্রী। অভিনয় জগতে প্রবেশ করার পর খুব কম সময়ের মধ্যেই দর্শকমহলের মন জয় করতে ও ইন্ড্রাস্টিতে নিজের জায়গা তৈরি করে নিতে তিনি সক্ষম হয়েছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রুকমা রায়।
খুব শীঘ্রই তাঁকে ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) বিপরীতে দেখা যেতে চলেছে। নিজের চরিত্র ও এই কাজের ব্যাপারে তিনি জানিয়েছেন, “আমি হচ্ছি বিক্রমের গার্লফ্রেন্ড, বৃন্দা এবং আমার সঙ্গে বিয়ের ঠিক হয়েছে বিক্রমের, খুব শিগগিরই বিয়ে।” এরপরে তিনি জানান তাঁর বহু আগে থেকেই বিক্রমের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, অবশেষে প্রথমবার একসঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।
রুকমা বরাবরই অন্য ধারার চরিত্রে অভিনয় করেছেন। আর পাঁচটা সাধারণ ধারাবাহিক বা মূল চরিত্রের সঙ্গে বেশিরভাগই রুকমা অভিনীত ধারাবাহিক বা তাঁর চরিত্র মেলে না। তা সত্ত্বেও ছোট পর্দায় কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এই বিষয়ে তিনি বলেছেন, “আমি সত্যিই ব্লেসড মনে করি নিজেকে। তার কারণ, যে ভালোবাসাটা আমি পেয়েছি, ফ্রম ২০১৪, এখনও চলছে চলছে চলছে। তো প্রচুর মানুষ আমাকে ভালোবাসে।” কেরিয়ারের প্রথম জীবনে সোশ্যাল মিডিয়ার রমরমা যখন ছিল না তখন রুকমা কোথাও শো করতে গেলে ভক্তদের ভিড়ে তাঁর গাড়ি কেঁপে উঠতো, আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর ফোন কেঁপে ওঠে বলে তিনি জানিয়েছেন।
এই সাক্ষাৎকারে খোলাখুলি তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথাবার্তা বলেছেন। এই বিষয়টি প্রায় সকলেই জানেন যে বহুদিন রয়েই রুকমা ও রাহুল অরুণোদয় ব্যানার্জীর (Rahul Arunoday Banerjee) সম্পর্ক নিয়ে বিস্তর জল্পনা চলছে। এবারে রুকমা স্পষ্টভাবে বলেছেন, “আমরা খুবই ভালো বন্ধু। আমাদের মধ্যে কোনোরকম প্রেম নেই।” তাঁদের নিয়ে যে ধারণা খুবই ভুল একথা তিনি জোর দিয়ে বলেছেন। তবে রুকমা চান রাহুলের সঙ্গে তাঁর এমন বন্ধুত্ব সারাজীবন থেকে যাক কারণ রাহুলের কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে পারেন।