×

কচিকাঁচাদের নিয়ে পিকনিকে গেলেন ‘দিদি নং ১’-এর রচনা, মুহূর্তে ভাইরাল ছবি

একসময় বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)।

একসময় বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। তোকে শুধু বাংলা নয়, ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি সমানভাবে জনপ্রিয়। যদি বেশ কিছু বছর হল কোনো সিনেমাতে আর কাজ করছেন না রচনা ব্যানার্জি। বাংলার মানুষ এখন রচনা ব্যানার্জিকে চেনেন ‘দিদি নাম্বার ১’ হিসেবে। জি বাংলা রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ১’-এ এখন সঞ্চালিকা হিসেবে দেখা যায় রচনা ব্যানার্জিকে। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে জি বাংলা চ্যানেলে টেলিকাস্ট হয় এই শো। এই শো তে রচনা ব্যানার্জি দর্শকদের সামনে কম বেশি প্রায় একই পোশাকে ধরা দিয়ে থাকেন।

শীতকাল প্রায় শেষের মুখে। পুরো শীতকাল কাজের জন্য খুব একটা ছুটি পাননি রচনা ব্যানার্জি। তাই শীতের শেষে ছুটি পেতেই কিছু কাছের বন্ধুদের নিয়ে রচনা ব্যানার্জি বেরিয়ে পড়েন পিকনিকে। আর সেখানেই তিনি ধরা দেন একদম অন্যরকম লুকে। তবে শুধু বন্ধু বান্ধব নয়, রচনা ব্যানার্জি সাথে নিয়ে গিয়েছিলেন তাঁর সার্বক্ষণিক সঙ্গী তাঁর ছেলে রৌণককেও। তাঁদের পিকনিক স্পট ছিল টাকি। সকাল সকাল রচনা ব্যানার্জি, তার বন্ধু-বান্ধব ও ছেলে রৌনকে নিয়ে বেরিয়ে পড়েন টাকির উদ্দেশ্যে।

পিকনিকের সমস্ত ছবি রচনা ব্যানার্জি আপলোড করেছেন তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট থেকে। পিকনিকে করা সমস্ত আনন্দের মুহূর্ত থেকে খাবারের মেনু সবকিছুই তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। কচুরি থেকে শুরু করে মাটন, সবকিছুই জিভে জল আনার মত খাওয়ার ছিল পিকনিকের মেনুতে। কব্জি ডুবিয়ে খাওয়া থেকে শুরু করে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, সবকিছুই হয়েছে তাঁদের পিকনিকে।

শুটিং থাকার জন্য খুব বেশি ঘোরার সুযোগ হয় না রচনা ব্যানার্জীর। তবে সুযোগ পেলেই তিনি ঘুরতে বেরিয়ে পড়েন। ঘুরতে ভালোবাসেন রচনা ব্যানার্জী। তাঁর সর্বসময়ের বন্ধু, সঙ্গী তাঁর ছেলে রৌণক। তিনি যেখানেই যান সাথে ছেলে রৌণককেও নিয়ে যান। কিছুদিন আগেই রচনা ব্যানার্জী ছেলেকে সাথে নিয়ে কাতার গিয়েছিলেন ফুটবল বিশ্বকাপ দেখতে। সেই সব ছবিও তিনি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।

Related Articles