×

স্ত্রী হিসেবে অসফল! দ্বিতীয়বার ডিভোর্সের পর আফসোস রচনার

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী।

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি একসময়ে চুটিয়ে একের পর এক বহু সিনেমায় কাজ করেছেন। বর্তমান সময়ে তাঁকে আল সেইভাবে বড়ো পর্দায় দেখা যায় না। তবে ছোট পর্দার মাধ্যমে তাঁর জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়ে গিয়েছে। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ১’-তে তিনি প্রায় প্রথম থেকেই সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন। এই ভূমিকায় তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

তবে কেরিয়ারে ব্যাপক সাফল্য অর্জন করতে পারলেও রচনার বৈবাহিক জীবন খুব একটা ভালো কাটেনি। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে একমাত্র ছেলে প্রণীলকে (Pranil) নিয়েই জীবন কাটিয়েছেন অভিনেত্রী। একবার জি বাংলার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’-এর মঞ্চে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) সঙ্গে কথোপকথনের মাধ্যমে অকপটভাবে এই নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। শাশ্বত জিজ্ঞেস করেছিলেন নিজেকে স্ত্রী হিসেবে রচনা কত নম্বর দেবেন, উত্তরে রচনা বলেন ”শূন্য”। তিনি বলেছিলেন, “আরও অনেকটা বেশি স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হত। করলে হয়তো সবটা ভীষণ ভাল হত, আদর্শ স্ত্রী হতে পারতাম।”

রচনার মত অনুযায়ী, “সবার নিজস্ব একটা গোল থাকে জীবনে, কেউ মনে করে আমার এই-এই পয়েন্টগুলো ঠিক, অপরজন মনে করে, তার সেই-সেই পয়েন্টগুলো ঠিক। যারা আমরা এই পেশায় কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সুখী ঘর হওয়া খুব মুশকিল।”

তবে এইসব নিয়ে রচনা কখনোই আক্ষেপ করেন না। তাঁর কথায়, “সবটাই নিজের মনের মধ্যে। আমি যদি মনে করি এটাতে আমি দুঃখী, আমি এটা কেন পেলাম না, আমার এটা কেন হল না। তার বদলে যদি আমরা মেনে নিয়ে থাকি যে এটা আমার হওয়ার ছিল না, আমারই কোনও খামতি ছিল, বিষয়টা অনেকবেশি সহজ হয়ে যায়।” কাজ ও সন্তান নিয়ে তিনি বেশ ভালোভাবেই জীবন কাটাচ্ছেন। এমনকি ছেলের জন্য তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

Related Articles