×

এবার চোখ মেরে না, ব্লাউজ খুলে লাখ লাখ পুরুষের মনে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ

সোশ্যাল মিডিয়া সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর বয়সও খুব একটা বেশি নয়। ১৯৯৯ সালে ২৮শে অক্টোবর তারিখে জন্মগ্রহণ করেন তিনি।

একটা সময় ছিল। যখন শুধুমাত্র একটা ‘উইঙ্ক’-এর দৌলতে একটি মেয়ে জাতীয় ক্রাশ হয়ে উঠেছিল। নামটা মনে আছে? তাঁর নাম ছিল প্রিয়া প্রকাশ ভারিয়ার (Priya Prakash Varrier)। গানটি ছিল মালয়ালম ভাষায়। দেশের বহু মানুষের কাছে সেই ভাষা অজানা থাকলেও বহু পুরুষের মনে ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি দক্ষিণী অভিনেত্রী। তিনি আজও ঝড় তুলেছেন উষ্ণতা মাখা ছবি পোস্ট করার মাধ্যমে। সেই ছবিগুলো কি দেখেছেন?

সোশ্যাল মিডিয়া সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়ার। তাঁর বয়সও খুব একটা বেশি নয়। ১৯৯৯ সালে ২৮শে অক্টোবর তারিখে জন্মগ্রহণ করেন তিনি। ওরু আদার লাভ (Oru Adaar Love) চলচ্চিত্রের সৌজন্যে তিনি এতটাই ভাইরাল হয়েছিলেন যে, ২০১৮ সালে তিনি গুগলে সর্বাধিক অনুসন্ধানকৃত মানুষে পরিণত হয়েছিলেন।

‘প্রিয়া পি ভারিয়ার’ (Priya P Variyar) নামে তাঁর একটি ইনস্টাগ্রাম আইডিও আছে। সেই আইডি থেকে তিনি প্রায়শই ছবি পোস্ট করেন। সম্প্রতি তিনি একটি ফটোশুট করেন। সেই ফটোশুটের কিছু দৃশ্য তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে তাঁকে পলকা ডটযুক্ত গোলাপি রঙের প্যান্ট ও লাল রঙের টপ পরে থাকতে দেখা যায়। টপটি ডিপ নেক কাট বিশিষ্ট হওয়ায় ক্লিভেজ লাইন ছিল স্পষ্ট।

ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ভরত রাইল। ছবি প্রকাশ্যে আসতেই তা নেটিজেনদের নজর কাড়ে। কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। ছবিটি এতটাই ভাইরাল হয়ে গেছে যে, এটি প্রায় সাড়ে ৫ লক্ষের মতো মানুষ পছন্দ করে ফেলেছেন। খুব শীঘ্রই অভিনেত্রীর কন্নড় ছবি ‘বিষ্ণুপ্রিয়া’ মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি ২৫শে জুলাই তারিখে মুক্তি পাবে বলে জানা গেছে।

Related Articles