‘শেষকৃত্যর সময়ও পাশে ছিল না কেউ’, পুরনো স্মৃতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ‘গায়িত্রী’ নবনীতা
নবনীতা দে (Nabanita Dey) পশ্চিমবঙ্গের বিনোদন জগত তথা ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী।

নবনীতা দে (Nabanita Dey) পশ্চিমবঙ্গের বিনোদন জগত তথা ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি রাজ্যের প্রধান দুই চ্যানেল স্টার জলসা ও জি বাংলা উভয় চ্যানেলেরই একাধিক উল্লেখযোগ্য ধারাবাহিকে কাজ করেছেন। বিশেষত জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন।
এই জনপ্রিয় ধারাবাহিকে নবনীতা দে মুখ্য চরিত্র ‘ঊর্মি’-র মামণি ‘গায়ত্রী’-র ভূমিকায় কাজ করেছিলেন। এই চরিত্রে অভিনেত্রীর দক্ষ অভিনয় দর্শকমহলে এতটাই ছাপ ফেলেছিল যে দর্শকেরা তাঁর ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। এবারে এই ধারাবাহিক শেষ হওয়ার পরে নতুন ধারাবাহিক ‘রাঙা বউ’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরে এসেছেন। তবে এই ধারাবাহিকে পজিটিভ চরিত্র রাঙা বউয়ের বড়ো জায়ের চরিত্রে তিনি অভিনয় করছেন।
সম্প্রতি নবনীতা নিজের স্বামীর সঙ্গে জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর (Didi No. 1) মঞ্চে উপস্থিত হয়েছিলেন। রচনা ব্যানার্জী (Rachana Banerjee) সঞ্চালিত এই শো-তে তিনি নিজের প্রথম বিয়ে নিয়ে মনের কথা পেশ করেছিলেন। নবনীতা তাঁর প্রথম স্বামী মারা যাওয়ার পর কী হয়েছিল সেই বিষয়ে চোখে জল নিয়ে বলেছেন, “গঙ্গা থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠি তখন আমার পাশে শ্বশুরবাড়ির কোনও লোক ছিল না। এত দিন যাঁরা আমায় এত কথা শুনিয়ে এসেছিলেন, আমায় দোষ দিয়ে এসেছিলেন তাঁরা কেউ ছিলেন না। আমি তখন একটাই কথা মনে মনে বলছিলাম। তুমি এত দিন আমার দিকে আঙুল তুলে এসেছ, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই।”
অভিনেতা রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নবনীতা। অল্প সময়ের সম্পর্কের বিয়ে করলেও এখন অভিনেত্রী খুব ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন। নবনীতার ছোট্ট মেয়েও তাঁদের সঙ্গেই রয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজার জিমের বিষয়েও নবনীতাও যথেষ্টা সাহায্য করে থাকেন।