‘দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে’, নেটের পোশাক পরে নেটিজেনদের অশ্লীল কটাক্ষের শিকার মনামী ঘোষ
একজন সুপরিচিত বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)।

একজন সুপরিচিত বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তিনি ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি বড়ো পর্দাতেও নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন। তিনি ১৯৯৭ সালে সমরেশ মজুমদার রচিত উপন্যাস সাতকাহন অবলম্বনে প্রস্তুত দেবীদাস ভট্টাচার্যের ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে প্রথমবার অভিনয় জগতে পা দেন। এরপরে তাঁকে শ্যাওলা, এক আকাশের নিচে, সাতকাহন, কস্তুরী ও ইরাবতীর চুপকথার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। এছাড়াও তিনি কালোচিতা, ষড়রিপু, বক্স নং ১৩১৩ ও বনভূমি ছায়াছবিতেও অভিনয় করেছেন।
অভিনেত্রী মনামী ঘোষ ১৯৪৮ সালে ১৩ই জুলাই তারিখে জন্মগ্রহণ করেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে হাতে কেক নিয়ে নিজের জন্মদিন পালনের ছবিও শেয়ার করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া আইডিতে থেকে। ৩৮ বছর বয়সে পা দিয়েও তাঁর রূপ যেন একটুও কমেনি। প্রত্যেক মুহূর্তে তাঁর রূপের যেন আরও শ্রীবৃদ্ধি ঘটছে। মনামীর সাম্প্রতিক ছবিতে এই ঘটনা যেন আরওই ধরা পড়ল।
মনামী ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেছেন। তিনি বর্তমানে ফুকেতের সমুদ্রতীরে রয়েছেন। সেখানেরই কিছু ছবি শেয়ার করতে দেখা গেল মনামীকে। ছবিতে তাঁকে নীল-সাদা বিকিনি ও সাদা জালের মতো পোশাক পরে থাকতে দেখা যায়। এই পোশাকে তাঁকে মাথার চুল আলগা খোঁপার মতো করে বাঁধতে দেখা যায় এবং চোখে নীল চশমা পরে হাতে সোডার নীল ক্যান ধরে থাকতে দেখা যায়।
মনামীর ফুকেতের ছবি দেখে অনেক নেটিজেনই মন্ত্রমুগ্ধ হয়ে পড়লেন। যদিও, সেখানেই কেউ কেউ আবার মনামীর পোশাক চয়নের উপরে প্রশ্ন তুললেন। সবমিলিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেল মনামীর ছবিতে।