×

দেবের গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! অভিনেত্রীর বয়ানে শোরগোল গোটা নেটদুনিয়ায়

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নিজ মন্তব্যে অভিনেতা দেবের নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন।

দেবের ‘প্রজাপতি’ বসেনি নন্দনে, কিন্তু উড়ল ডানা মেলে। কিছুদিন আগে দেব অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti) সিনেমা বেশ শোরগোল সৃষ্টি করেছিল রাজ্য জুড়ে। এই সিনেমা যদিও নন্দনে ঠাঁই পায়নি। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই এর কারণ হিসেবে সিনেমায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) উপস্থিতিকে দায়ী করেন। যদিও দেব (Dev) কোনো কিছু পাত্তা দিতে রাজি ছিলেন না। নন্দনে সুযোগ না পেলেও রাজ্যের অন্যান্য সিনেমা হলে উল্লেখযোগ্য সাড়া ফেলে দেয় ‘প্রজাপতি’।

দেব একজন অভিনেতা হওয়ার সঙ্গে একজন সুপরিচিত রাজনীতিবিদও। তিনি রাজ্যের শাসকদলের সাংসদ। প্রায়শই তাঁকে বিরোধী দলের নেতানেত্রীদের নিশানায় থাকতে দেখা যায়। তবে এবার তিনি নিজেরই দলের এক সাংসদের মন্তব্যের আলোচ্য বিষয় হয়ে উঠলে অস্বস্তিতে পড়তে দেখা গেল তাঁকে।

সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নিজ মন্তব্যে অভিনেতা দেবের নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন। তাঁর সেই মন্তব্য শুনে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে ৪ঠা জুন পর্যন্ত জি বাংলা চ্যানেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় ‘অপুর সংসার’ নামক একটি নন-ফিকশন টিভি শো সম্প্রচারিত হতো। সেই শোয়েই একবার হাজির হয়ে মিমি চক্রবর্তী বিভিন্ন রকমের বহু অজানা কথা ভাগ করেন। একইসঙ্গে ফাঁস করেন সহ অভিনেতা-অভিনেত্রীদের গোপন তথ্যও।

তিনি অভিনেত্রী নুসরাত জাহানের নিয়ে বলতে গিয়ে জানান, নুসরাত শুটিং-এর মাঝে একটু সময় পেলেই ঘুমিয়ে যান। এমনকি ঘুম থেকে উঠে তিনি মনেই করতে পারেন না, যে তিনি কোন দৃশ্য শ্যুট করছেন। কখনও কখনও তো তিনি এও ভুলে যান যে, তিনি নায়িকা। শাশ্বত চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে নুসরাতকে নিয়ে এমনটাই দাবি করলেন তিনি। সবশেষে, মিমি ফাঁস করেন দেবের গোপন তথ্য। তিনি দাবি করেন, দেব নাকি ঘোড়ার মতো যে কোনো স্থানে দাঁড়িয়ে ঘুমিয়ে যেতে পারেন। শুধু নাকি একটু হেলান দেওয়ার দরকার। ‘অপুর সংসার’-এর এই ভিডিও ক্লিপই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

Related Articles