নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী করিশ্মা, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না
একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হলেন করিশ্মা তান্না।

ভারতীয় দর্শকরা সিনেমার পাশাপাশি নিয়মিত সিরিয়াল দেখতেও বেশ পছন্দ করে থাকে। ভারতে একাধিক ভাষার মানুষ বসবাস করে থাকে। সেই কারণে ভারতে একাধিক ভাষাতে ধারাবাহিক তৈরি করা হয়। ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি বাড়িতে কোনো না কোনো ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা টেলিভিশনে সেই ধারাবাহিক চলে। এর মধ্যে অনেক ধারাবাহিক রয়েছে যা খুবই জনপ্রিয় দর্শক মহলে। বলা যেতে পারে এন্টারটেইনমেন্টর এখন প্রধান মাধ্যম এই ধারাবাহিকগুলি।
বলিউড অর্থাৎ হিন্দিতেও বেশ কিছু ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়। যে ধারাবাহিক যতটা জনপ্রিয় সেই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও ততটাই জনপ্রিয় দর্শকদের কাছে। এমনই একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হলেন করিশ্মা তান্না। হিন্দি টেলিভিশনের অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন করিশ্মা তান্না। শুধু অভিনেত্রী নয়, ‘খতরো কে খিলাড়ি ১০’ এর বিজয়ী তিনি। এই অভিনেত্রীর ফ্যান ফলোয়িং নেহাতই কম নয়।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সক্রিয় থাকেন এই অভিনেত্রী। মাঝেমধ্যে তিনি তার ফটো শুটের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। করিশ্মার আপলোড করা ছবি নিয়ে এর আগে বহু আলোচনা হয়েছে দর্শক মহলে। সম্প্রতি তার আপলোড করা আবারও কিছু ছবি রয়েছে আলোচনার শীর্ষে। করিশ্মা আসলে বেশ কিছু সাহসী ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম (instagram) অ্যাকাউন্ট থেকে। যা দেখে করিশ্মার ভক্তরা রীতিমতো পাগল হয়ে উঠেছেন।
সম্প্রতি কারিশ্মা তান্না সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যায় ফটো শুটের জন্য কারিশ্মা পরেছিলেন নীল ডেনিম জিন্স এবং গাঢ় ধূসর ব্লেজার। এই লুকে কিছুটা সাহসিকতা যোগ করার জন্য তিনি কোটের বোতাম খুলে ব্র্যালেটটি ফ্লান্ট করেছেন। কারিশ্মার আপলোড করা ছবিতে অভিনেত্রীর কার্ভি ফিগার দেখে রাতের ঘুম উড়েছে তাঁর অনুরাগীদের। ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রীর গ্ল্যামারাস হট পোস্ট দেখে উত্তেজিত নেটিজেনরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে।