সময়ের আগেই মায়ের চরিত্র, দীর্ঘ ২৫ বছর পর্দা থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন পিলু অভিনেত্রী
ধারাবাহিক জগতের গুরুত্বপূর্ণ মুখ অভিনেত্রী অদিতি চ্যাটার্জীর।

বাংলা ইন্ডাস্ট্রির অনেক তাবড় তাবড় অভিনেত্রীরা এখন ধারাবাহিকে অভিনয় করছেন। এককালে যাঁরা বড় পর্দায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন তাঁরাও এখন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সবটাই কালের নিয়মে বদলে গিয়েছে। বয়স বাড়ছে, আর মা ও কাকিমার চরিত্রে অভিনয় করছেন বড়পর্দার সব স্বনামধন্য নায়িকারা। ধারাবাহিক জগতের গুরুত্বপূর্ণ মুখ অভিনেত্রী অদিতি চ্যাটার্জীর।
ঠোঁটের নীচে তিল, টানা টানা চোখ, দুধের মত গায়ের রঙ, মিষ্টি কন্ঠস্বরে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এককালে অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গেও জুটি বেঁধে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অদিতি চট্টোপাধ্যায়। তবে খুব অল্প বয়সেই তিনি মেগা সিরিয়ালে নাম লিখিয়েছেন।
কখনও মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি, আবার কখনও পিসির চরিত্রে। দুর্দান্ত অভিনয়ে প্রতিনিয়ত মন জয় করে নিচ্ছেন তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এক আকাশের নিচে’ (Ek Akasher Niche)-র ধারাবাহিকে নন্দিনীর চরিত্রে তাঁর অভিনয় যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। এমনকি তিনি অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) ‘দহন’ সিনেমাতেও। এছাড়াও নব্বই দশকের একাধিক ছবিতে মুখ্য মুখ ছিলেন অদিতি, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ‘তোমাকে চাই’ (1996) সিনেমায়, ‘মাটির মানুষ’ , ‘সবার উপরে মা’,’নয়নের আলো’,’কলঙ্কিনী বধূ’ প্রভৃতি সিনেমায় তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
তবে ছোট্ট পর্দায় তিনি বিখ্যাত হয়েছিলেন এক আকাশের নীচে ধারাবাহিকের মধ্যে দিয়ে। তবে শেষবার তাঁকে দেখা যায় ‘দহন’ সিনেমায়। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে হঠাৎ তিনি উধাও। বর্তমানে তিনি অভিনয় করছেন ছোটো পর্দায়, মা, কাকিমার চরিত্রে। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার ‘পিলু’ ধারাবাহিকে, যেখানে তিনি পিলুর শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে বড়পর্দা ছেড়ে ছোটো পর্দায়, কেন অভিনয় করছেন অভিনেত্রী, সেই বিষয়ে একেবারেই আক্ষেপ নেই, অভিনেত্রীর।
তাঁর কথায়, ‘এটা একটা ধারা, বলিউডেও এই ধারা অব্যাহত মা আর ছেলে সমবয়সী। আমার থেকে যারা ছোটো তারাও এটাকে মেনে নিয়েছে। একটা বয়সের পর এটা মেনে নিতেই হয়’। কখনও নেগেটিভ চরিত্রে তাঁর দেখা মিলছে। আবার কখনও পজিটিভ মমতাময়ী চরিত্রে দেখা মিলছে তাঁর।
শোনা গিয়েছে দীর্ঘ ২৫ বছর পর তিনি আবার ফিরছেন বড় পর্দায়। নতুন সিনেমা ‘কথামৃত’-এর মাধ্যমে। যেখানে তাঁর চরিত্রের নাম অনন্যা, আর তাঁর বিপরীতে থাকবেন বিশ্বনাথ বসু।কিন্তু হঠাৎ পঁচিশ বছর পর কেন? এ বিষয়ে অভিনেত্রীর যুক্তি, ‘আমি অনেক আগেই ফিরতাম। সংসার করব বলে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা দূরে ছিলাম। কিন্তু সেই সংসার ভেঙেছে। যা ঘটেছে নিয়তি বলে মেনে নিয়েছি’।