×

অভিনয় ছেড়ে সিকিউরিটি গার্ডের চাকরি! অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর করুন অবস্থা দেখে হতভম্ব নেটিজনরা

টলিপাড়ায় রীতিমত দাপুটে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এটিএম গার্ডের পোশাকে ভাইরাল হয়েছেন এক ব্যক্তির ছবি। তবে ব্যাপার হল এটিএম কার্ডের পোশাকে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি সকলেরই খুব পরিচিত মুখ। একটু ভালোভাবে দেখতেই বোঝা গেল ওই ব্যক্তি আসলে জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। সবকিছু তো ঠিকই ছিল, তাহলে কি এমন ঘটল যে হঠাৎ আকাশী জামা, নেভি ব্লু প্যান্ট আর মাথায় টুপি পরে এটিএম গার্ডের কাজ করতে হচ্ছে এই অভিনেতাকে? ঋত্বিক চক্রবর্তীর ভাইরাল হওয়া ছবিতে হাজার হাজার অনুরাগীদের এখন এই একটাই প্রশ্ন।

টলিপাড়ায় রীতিমত দাপুটে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কিন্তু হাজরার মতো ব্যস্ত জায়গা, তার উপর আবার আশুতোষ কলেজের ছাত্র-ছাত্রীদের ভির, মেট্রোর ভিড়, হাজার লোকের আনাগোনা। আবার সামনেই হাসপাতাল। কলকাতার ব্যস্ত বহুল রাস্তায় হঠাৎ কি এমন হলো যে সিকিউরিটি গার্ডের কাজ করতে হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে? এত কিছুর মধ্যেও তিনি বসে এটিএম পাহারা দিচ্ছেন। অথচ রাস্তার লোক ঘুরেও দেখছে না তাঁর দিকে। ‌

ছবিতে স্পষ্ট ফুটে ওঠা এই দৃশ্য আরো বেশি ভাবতে বাধ্য করছে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। তিনি কি আদৌ ঋত্বিক চক্রবর্তী নাকি ঋত্বিক চক্রবর্তী এর হামশকল? এক ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি ঋত্বিক চক্রবর্তী কিনা, প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘না না, আমি চন্দন সেন। আগে জুটমিলে কাজ করতাম। সেই কাজ চলে যাওয়ায় এখন এটিএমের সিকিউরিটি গার্ডের কাজ করছি।’

দর্শকরা ভাবছে হতেও পারে যে ইনি আসল ঋত্বিক চক্রবর্তী নয়। তবে এরকমটা নয়। জানিয়ে রাখি ছবিতে যে ব্যক্তি কে সিকিউরিটি গার্ডের পোশাকে দেখা গিয়েছে তিনি আসলেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তবে এটা কোনো শুটিং নয়। শুধুমাত্র অভিনয়ের খাতিরে এই অবতার ধারণ করেছেন তিনি।

আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অভিনেতার পরবর্তী ছবি ‘মায়ার জঞ্জাল’। এই ছবিতে চন্দন সেনের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক। সেই ছবি প্রমোশনের জন্যই এমন নতুন অবতারে ধরা দিয়েছে তিনি। মেকআপের এমনই কামাল যে অধিকাংশ মানুষই চিনতে পারেনি তাঁকে। তবে যে কজন চিনতে পেরেছে তাঁরা গিয়ে কথা বলেছেন তাঁর সঙ্গে।

উল্লেখ্য, ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয়ে গিয়েছে। ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি এই সিনেমায় অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন, ব্রাত্য বসু, সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অপি করিম প্রমুখ।

Related Articles