×

‘নিজের টাকায় কাউকে হাত লাগাতে দেন না’, ‘দিদি নং ১’-এর মঞ্চে মেয়ের নামে অভিযোগ করলেন দিতিপ্রিয়ার মা

বর্তমানে টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।

বর্তমানে টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বেশ কিছু ধারাবাহিকে কাজ করলেও ‘জি বাংলা’র রানী রাসমণি ধারাবাহিক টিতে রানী মার চরিত্রে অভিনয় করে গোটা বাংলার মানুষের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। ‌ রানী রাসমণি শেষ হওয়ার পর বড় পর্দায় একের পর এক কাজের সুযোগ পান এই অভিনেত্রী। অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। দিতিপ্রিয়া কে নিয়ে গর্বের শেষ নেই তার বাবা-মায়ের। এত অল্প বয়সে এত অসাধারণ কাজ, এত প্রশংসা পেয়েছে দিতিপ্রিয়া তাতে তাঁর বাবা-মা সত্যিই গর্বিত।

কুড়ির গন্ডি সবে পার করেছেন এই অভিনেত্রী। এই বয়সে বেশ ভালো টাকা উপার্জন করেন তিনি। কিন্তু উপার্জনের টাকা নিয়ে কি করেন অভিনেত্রী তা কি জানেন? সেই কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রীর মা। দিতিপ্রিয়া মায়ের কথা শুনলে অবাক হবেন আপনি। একবার দিদি নাম্বার ওয়ানে মঞ্চে মায়ের সাথে খেলতে এসেছিলেন দিতিপ্রিয়া। সেখানে অভিনেত্রীর মা বলেন দিতিপ্রিয়া তাঁর একটা টাকাও খরচ করতে দেন না। নিজের টাকায় কাউকে হাত লাগাতে দেন না এই অভিনেত্রী।

দিতিপ্রিয়া বাজে খরচ একেবারেই পছন্দ করেন না। তাই তিনি তার সব টাকা ব্যাংকে জমা করে রেখেছেন। খুব প্রয়োজন না হলে একটি টাকাও বার করেন না তিনি। দিতিপ্রিয়ার কথায়, একটা জামাই যদি তার চলে যায় তাহলে পাঁচটা জামা কেন কিনব? জানা যায় লকডাউনের সময় দিতিপ্রিয়া যেভাবে সাধারণ মানুষকে অর্থকষ্টে ভুগতে দেখেছে, সেই থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে সে। কোনরকম অর্থ অপচয় না করে সবাইকে অর্থ সঞ্চয় করার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ইন্ডাস্ট্রির প্রথম সারির সকল অভিনেত্রীদের তুলনায় অনেকটাই ছোট দিতিপ্রিয়া। এত অল্প বয়সে এত নাম করেছে সে সেটা সত্যি বাংলার মানুষের জন্য গর্বের বিষয়। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত সে। এরপর বড় পর্দায় অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। এখন চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি বলিউডে পা রেখেছেন দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের সাথে নাকি কাজ করছেন বাংলার এই অভিনেত্রী।

Related Articles