বাবা আর নেই, বাৎসরিক কাজে কেঁদে ফেললেন অভিষেক কন্যা ডল
অভিনেতা অভিষেক চ্যাটার্জি ২০২২ সালে ২৪শে মার্চ তারিখ প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮ বছর।

ঠিক এক বছর আগের কথা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood Film Industry) এক নক্ষত্রকে হারায়। ইহলোক ছেড়ে চলে যান জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)। পরিবারের কর্তার অকাল প্রয়াণে মানসিক বিপর্যয়ের মুখে পড়েন অভিষেকের স্ত্রী (Wife) সংযুক্তা চ্যাটার্জি (Sanjukta Chatterjee)। স্ত্রী ও কন্যা সন্তান (Daughter) ‘ডল’ ওরফে সাইনাকে (Saina) একলা ছেড়ে চলে যান অভিষেক।
অভিনেতা অভিষেক চ্যাটার্জি ২০২২ সালে ২৪শে মার্চ তারিখ প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৮ বছর। অভিষেকের প্রয়াণের পর পেরিয়ে গেছে একটা গোটা বছর। মৃত্যুবার্ষিকী ঘুরে আসতেই অভিষেকের পরিবারের তরফে পালন করা হল বাৎসরিকের কাজ। ইংরেজি তারিখ অনুযায়ী অভিষেকের মৃত্যুবার্ষিকী ২৪শে মার্চ হলেও, তিথি অনুযায়ী চলতি বছরে দিনটি পড়েছে ১৪ই মার্চ তারিখে। আর তাই তিথি মেনেই ১৪ই মার্চে বাৎসরিক কাজ পালন করল অভিষেকের পরিবার।
সম্পুর্ণ একটা বছর পেরিয়ে গেলেও সংযুক্তা এখনও অভিষেকের প্রয়াত হওয়া মেনে নিতে পারেন নি। তাঁর দাবি, তিনি এখনও অভিষেকের অস্তিত্ব অনুভব করেন। অভিষেকের প্রসঙ্গ তুলে অভিষেকের ফেসবুক আইডি থেকে চলতি সপ্তাহে মঙ্গলবারে তথা ১৪ই মার্চ তারিখে অভিষেকের বাৎসরিক কাজের একাধিক ফটো শেয়ার করেন সংযুক্তা চ্যাটার্জি। ফটোগুলোতে দেওয়া যায়, অভিষেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসস্থান সাজিয়ে দেওয়া হয়েছে অভিষেকের প্রিয় রজনীগন্ধায়।
ক্যাপশনে সংযুক্তা জানান, অভিষেকের বাৎসরিক কাজ অভিষেকের ইচ্ছেমতোই পালিত হয়েছে। জানা গেছে, অভিষেক ও সংযুক্তা দুইজনেই সাঁইবাবায় বিশ্বাসী। আর তাই, ওইদিনটি ৯ জন শিশুর খাওয়ানোর ব্যবস্থা করার মাধ্যমে সংযুক্তা বিশেষভাবে অভিষেকের বাৎসরিক কাজ সম্পন্ন করেন। মেনুতে ছিল ভাত, ডাল, দই, মাটন কষা, মাছ, লুচি আলুর দম। সংযুক্তার কথায়, অভিষেক তাঁর স্বপ্নে মেনু বলেছিলেন। বাৎসরিক কাজের দিন ‘ডল’ আবেগতাড়িত হয়ে পড়লেও সংযুক্তা তাঁকে সামলে নেন।